বড় জামাই'র  মস্ত ভূঁড়ি!
খেতে বসে বাজান তুড়ি!
কোরমা-পোলাও দধির পরে-
মিষ্টি গিলেন গোটা কুড়ি!


মেঝ জামাই'র মুখে মধু!
মনটা ভিজায় কথায় শুধু!
কাজে-কামে ফাঁকিজুকি-
তফাৎ খোঁজে লাউ আর কদু!


ছোট জামাই'র পেটে পিলে!
খায়না কিছুই সেধে দিলে!
রান্না ঘরের বাসি-পঁচা-
চুপটি করে সেটাই গিলে!


______________
০১/০৬/২০১৮, লালমনিরহাট।