(আসর বরেণ্য কবি কবীর হুমায়ূন-এর ০৫.০৪.২০১৮ তারিখে-
প্রকাশিত 'যাপিত জীবন" কবিতার ছায়া, তাঁকেই শ্রদ্ধার সাথে
নিবেদন করলাম।)


চোখের তারায় মোহ নাচে
ভোগে হাহাকার,
জলজ ঝড়ে ধ্বংস লীলা
নিত্য রচে তার!
লাফিয়ে বেড়ায় দাপিয়ে ফিরে
ফন্দি মনের ঘরে,
স্বার্থবাদীর হীন্য মনে-
মিথ্যা বেসাত গড়ে!


দর্পভরে পিছিল পথে-
তারাই হেঁটে যায়,
দয়া মায়া নেইকো কোন
কামড়ে-চুষে খায়!
বিভোর মাতাল অন্ধকারে
সুখ কাঙালী মন,
সীমা-রেখার ধার ধারেনা
লোভে পরের ধন।


জীবন ঘাটের প্রান্ত সীমায়
যখন ঠেকে নাও,
‍‍''ওরে মাঝি আর কতো কাল
ভুলের লগি বাও?"
বোধের ঘরের ষোল ঘুটি
নাড়িয়ে দেয় চাল,
দোর হারানোর ঘোর কাঁটেনা
সাক্ষী মহাকাল!!