নিন্দুকেরা কতো কথাই বলে-
কর্মে তোমার, অন্তরালে জ্বলে!
জ্বলে-পুড়েই হয় ভষ্ম ছাই,
ওদের কথা ধরবো নাকি তাই?


চোখ থাকতে যারা সাজে কানা,
তাদের মুখে বেফাঁস কথা নানা...
শাক দিয়ে মাছ ঢাকতে করে ছল,
মুখ লুকিয়ে ফেলে চোখের জল!


সত্য সেতো দ্বীপ্ত আলোর মতো,
যায়না রোখা কুট-কৌশলে শত!
তোমার আলো দেখে ভূবনময়,
ওদের বুকে তাইতো নাচে ভয়!


শত্রু যারা করুক ফন্দি-ফিকির,
অন্ধকারে তুলুক যতোই জিকির!
আমরা আছি সবটা দিবো রুখে-
মা-জননী... যাও তুমি সম্মুখে!


২৫/১১/২০১৭