যেমন ঘটার কথা ছিলো ঘটেনি সেই ঘটনা,
যেমন রটার কথা ছিলো রটেনি সেই রটনা,
ঘটলো যেটা চাইনি কভূ
ভিন্ন খাতের চেষ্টা তবু-
নাড়িয়ে দিলাম দাবার ঘুঁটি নতুন হিসেব খুলে;
জজ মিয়াকে ধরে এনে চড়িয়ে ছিলাম শূলে!


ছকটা ছিলো-জল গড়িয়ে ঠিক সাগরেই যাবে,
আম-জনতা আমের বদল আঁটি-ই চুষে খাবে;
পরম্পরায় মিলবে গদি,
বইবে আহা সুখের নদী!
তল্লাটে আর থাকবেনা কেউ কল্লা ধরে টানে;
কিন্তু সে-ই বাম হলো যে মনের খবর জানে!


লক্ষ্য ছিলো বক্ষ ভেদী- সখ্যতা যার কম;
শিষ্য সেনা নিঃস্ব হবেই, রইবেনা আর দম!
হায়রে বিধি বিধানে এই
বহাল তবি’ রইলো সে-ই
তার সুবাদে দেশজুড়ে আজ  উন্নয়নের ঢল
জয় হয়েছে আকাশখানা,আগেই  সাগর তল!


শুনেছিলাম-রাজনীতি আর যুদ্ধে জায়েজ সবই!
প্রেমেও নাকি শুধুই থাকে-হালাল হালাল রবই!
রবের খাতা উল্টে বিধি
কোরক করেন সকল নিধি
কই রইলো নাতি-পুত্র কই সে আয়েশ-খানি
বন্ধ দ্বারের অন্ধকারে...পাপের বোঝা টানি!
________________________


কৈফিয়ত : গতকাল কবিতার আসর-এ প্রকাশিত -'ঘটনা" কবিতাটি পড়ে আমার এক অন্তরঙ্গ বন্ধু সুদূর ইংলেন্ড থেকে ফোন করে বললেন_"তুমি যেটা পারোনা সেটা কেন করো? "ঘটনা" পড়ে হতাশ হলাম। এটা কবিতা লিখেছো নাকি ছাই! পারলে ছন্দে (অন্ত্যমিলে) লিখো না পারলে ছেড়ে দাও"! আজ ঐ ভাবনাটাই অন্ত্যমিলে জুড়ে দেয়ার চেষ্টা।