আমিও যাবো; যেতে হবেই
বিধির বিধান এই!
তবু কেন যে আৎকে উঠি
খবর শুনি যেই?


না, না, না  দিবোনা যেতে
মনটা ব্যকুল হয়;
যাবার যে জন-আগলে বাহু
ধরে রাখি নির্ভয়!


জড়িয়ে বুকে আহা কী সুখে
যুগল স্বপন আঁকি;
তবুও প্রিয় ছেড়ে যায় গো
নিভৃতে দেয় ফাঁকি!


পরে থাকে তার দেহ অসার
শূন্য মাটির খাঁচা;
যোগ বিয়োগের এই দুনিয়া
দুঃখ-সুখে বাঁচা।।