জেঠার বেটা বড়োই ঠ্যাটা-
ল্যাঠা লাগায় খালি;
বোঝে না ভাও হুজুকে তাও
বাজায় হাতে তালি!


তালি মেরেই আলীর অষুধ
দু’তিন বোতল সাফ!
ওদিক কা-কা, উনুন ফাঁকা
দু’হাতে চায় মাফ!


মাফ কি সোজা? ঋণের বোঝা
নিত্য বেড়ে চলে-
সংসারে সুখ কই এতটুক!
জীবন কাটাই ছলে!