ঝাঁঝ-২


কবজি ভরে সবজি খাবো-
আসুক এবার শীত,
অগ্রাণে ঘ্রাণ পাইনি কারোর
পৌষের আশায় হৃদ!


পোষ পড়তে মোষের গতর
সবজি এলো তেড়ে!
চোখ রাঙিয়ে বললো হেঁকে
‘চিনিস আমি কেরে?’


তুইতো গরীব সামান্য জীব
কী করে বল খাবি?
আর কটা দিন মনের ভিতর
রাখনা পুষে দাবী!