ঝিনুক ঝিনুক মনটারে তোর-
চিনুক ভালোবাসা;
তীর্থ কাকের শর্ত নিয়ে-
ফুটুক সেথায় আশা!


টগর, বেলী, জুই, চামেলী
ফুল সে কতই আছে;
আকুল ঘ্রাণে- ব্যকুল ছুটি
গোলাপ কুঁড়ির কাছে!


কুঁড়ি আমার কই সে ফোটে
তুড়ি বাজায় লোকে;
পাইনা ভেবে সেই কথাটি-
ক্যামনে বোঝাই তোকে!