সময়ের যাঁতাকলে
আশ্রয় মাগি ছলে
স্বার্থের রশিধরে-
করি টানাটানি।


পেটেতে নেই ভাত
জিহ্বাটা চার হাত
তাই নিয়ে পরশীরা
করে কানাকানি।


কান কিসে কম বা
দু-মিটার লম্বা
দিল্লীতে ঢাক বাজে
ঢাকা বসে শুনি।


দুই চোখে যাই দেখি
তার ষোলআনা মেকি
দোলনাতে দোল খাই
হাতে ঝুনঝুনি!