রঙ তামাশার.... মেলা
উচু নীচুর বিভেদ গড়ে
থাকেন বসে অগোচরে
এই তো...বিধির খেলা।


ভালো-মন্দ যেমন থাকি
আমিন! বলে দুঃখ ঢাকি
সদা যে তাঁর মনটা রাখি
কখনও... করি না হেলা।।


বিশ্বাসে' ভিত শক্ত করে
ঈমান আমল রাখি ধরে
পাঁচ ওয়াক্ত তাঁরে স্মরে
গড়ায়.... জীবন বেলা।।