স্মৃতির পাতা অঙ্ক খাতা
উল্টে হিসেব কষি;
কত রবি নিভলো হেলায়
জ্বললো কত শশী!


আগে পরে মনের ঘরে
সান্ধ্যকালীন দীপ;
আয়নাভাঙ্গা মুখোচ্ছবির
কপালে দেই টিপ!


কালের স্রোতে ভাসলো কত
হুতুমপেঁচার ঘর!
বর্ণচোরা শোনায় কানে
ঝিঁঝিপোকার স্বর!!


বেতুল বনে জোনাক জ্বলা
নিয়নালোর ফাঁকি;
চারদেয়ালে বন্দীশালায়
জীবনছবি আঁকি!!