.          জীবন চলার পথে-
           ছুটছি কোন মতে;
      ঝুট-ঝামেলার বোঝা বয়ে,
       নানান পদের জ্বালা সয়ে,
           শরীর ভরা ক্ষতে!


         আমি তো নিরুপায়,
         কার কি আসে যায়!
      সবাই আছেন সবার মতো,
      পাচ্ছে যেমন খাচ্ছে ততো,
            স্বার্থ বুঝে ধায়!


         চালচুলোহীন আমি,
       পেটের জ্বালায় ঘামি!
      ওদিকে যাই এদিক ছুটি,
      খুঁজে বেড়াই রুজি-রুটি,
         জানেন অন্তঃযামী!