ঘটের ভিতর জট পাকিয়ে
হিসেবটা যে র’লো,
যাবো বাড়ি। পাকলো দাড়ি
বয়স কতো হলো?


ঝাপসা দু’চোখ, কানে খাটো
ধনুক বাঁকা পিঠ;
নাদান মনে সংগোপনে
সময় বাঁধে গিঁট।


গিঁটে গিঁটে   তেতো-মিঠে
হাজার রকম ভুল
এমন যদি জীবন নদী
কোথায় তবে কূল!!