পেলে ফুরসত স্মৃতি ধরে মারি টান
ভাঙ্গা রেকর্ডে... শুনি পুরাতন গান
ভাবি কই সব
সেই শেশব?
তবুও আবেশ হয়না কখনো ম্লান!


ডাকে ঝাউবন, মেঠোপথ, খোলামাঠ,
ফুল,পাখি, নদী, খেয়া পারাপার ঘাট,
সবুজ ঘাসে-
শিশির হাসে,
আহ্! পরে রয়েছে কতো জীবনের পাঠ!