জীর্ণতা


জীর্ণতা জড়ো জড়ো, দ্রোহে কাঁপে ঝিল্লি!
ত্রাহে সুখ চুক চুক___চেঁটে খায় বিল্লি!
কেবা আছে খোদা বৈ!
করবি নালিশ কই?
গায়ে নেই বল তবু- যেতে চাস দিল্লী!!


-----০০০<><>০০০----


অভিনয়


নষ্ট সমাজ.......কষ্ট বাজে বুকে!
চকচকে রূপ। নেই কালি সম্মূখে!
জীবন যাপন গোলক ধাঁধার;
পশ্চাতে রয় তিমির আঁধার!
ভাবখানা এই....খুব রয়েছি সুখে!


-----০০০<><>০০০----