বলবো কী আর তোকে-
বৃহৎ সমাজ খাচ্ছে রে ভাই
অল্প কিছু জোঁকে!


জোঁকের ভয়ে ত্রস্ত সবাই
কে বা কখন হচ্ছি জবাই!
ছুটছি কেবল- ভেড়ার মত
একদিশা, একঝোঁকে!
আমরা শুধুই পারছি এখন
সামিল হতে শোকে।।


উল্টো যদি  রুখে দাঁড়াই
হাত মিলিয়ে পা’টা বাড়াই
‌‍'জোঁকভীতু' সব লোকে-
সাধ্য কি আর হবে কারোর
এই আমাদের রোখে?
লবন ঢেলে-ই সায়েস্তাটা-
করতে পারি ওকে!!


ইতিপূর্বে- পাক হানাদার
দেখিয়েছিল এমনই বাড়!
মজা করেই খেয়েছে দেশ
জলের ঢোকে ঢোকে!
বাঙালীদের গুলিয়ে নিতো
মদ-বিয়ার আর কোকে!
একাত্তরের সেই চেতনায়
জাগতে হবে, ok?