জলতরঙ্গ মন আমার
ঢেউয়ে ঢেউয়ে নাচে
আমারে লইবানি নায়ে
যবো বন্ধুর কাছে গো...
ও মাঝি
আমি যাবো বন্ধুর কাছে।।


আমারে ছাড়িয়া বন্ধু হয়ে
দূরের দেশে থাকে
বোঝাইতে পারি না মন
তারই ছবি আঁকে।
স্বয়নে স্বপনে সে তো
আমার হয়ে আছে।।


ভাটিদেশের মাঝি তুমি
ভাটির দেশে গেলে
আমার খবর দিও আমার
বন্ধুর দেখা পেলে।
রাত কাটে না চিন্তার তারে
হারাই যদি পাছে।।