(শ্রদ্ধেয় কবি মোঃ সানাউল্লাহ্ (আদৃত কবি)-এর "লাল গল্পের সারাংশ" পাঠে অনুপ্রাণিত হয়ে লেখা। সম্মানের সাথে প্রিয় কবিকে নিবেদন করলাম)


জোর যার মুল্লুক তার-জোরের ঘাঁনী-ই টানি
জোর করে দোর বন্ধ রেখে বাড়ান পেরেশানী!
আমলা যতো কামলা খাটে গণতন্ত্রের নামে-
মাস গেলেই মায়না জোটে হলুদ রঙের খামে!


আমরা যারা দামড়া গরু খেটে-খুটে খাই-
তেল আনতে পান্তা ফুরায়, জামাজুতো নাই!
দুখের দিনের কই অবসান, ছিচল্লিশে মাস!
গ্রীষ্ম-শীতে একই রকম কেবলই হাঁসফাঁস!


বধির শোনে গদির খবর, ভোটে চতুর চিল!
সন্ধ্যা-নাগাত নিশান ওড়ে ঘোষিত তফশিল!
ওঠো খোকা ছোটো জোরে লোটো যক্ষেরধন
একা মাঠে রেখা টেনে- দিলেন সহজ রণ!


ডাইনে-বামে শুধুই নামে থাকবে প্রতিযোগী
হাঁপানী আর যক্ষা ধরা শ্বাস-প্রশ্বাসের রোগী!
দুপুর রোদে উপর-টানে দৌড়ে কতোই জোর?
রাত পেরুলো হাত উচিয়ে তুলবি বিজয় শোর!