অন্ত্য মিলের দন্ত না-হয়
একটু র’লো ফাঁক;
কিন্তু সেকি! মাথায় দেখি-
মস্ত বড় টাক!


টাকের ফাঁকে লেপ্টে থাকে
শব্দ কাকই* ভাজ!
ছন্দরা সব দ্বন্দ্ব করেই
ঘর ছেড়েছে আজ!


কাব্যছোচা নাকটা বোঁচা
উচু দাঁতের মাঢ়ি;
লম্বা কানে কম বা শুনে
মুখটা হাঁড়ি হাঁড়ি!


এমন হলে কেমন করে
পাঠক দিবে মন!
কাজল চোখে তাইতো এঁকে
দিলাম বারিষণ!!