উত্তম-অধম জোড়া কদম,
জোড়ায় জোড়ায় হাঁটে,
বিধি রাখেন যখন যেমন-
ঊনষাট আর ষাটে!
এক অন্যকে জড়িয়ে ধরে
কালের জাবর কাটে!!


আঁধার যদি নাই বা থাকে
আলোর কি বা দাম-
মন্দ আছে সে কারণে-ই
নিচ্ছি ভালোর নাম!
এক বিধাতার সৃষ্টি সবে-
জন, রহিম, রাম!


রক্ত মাংসের একই শরীর
ভিন্ন তবু জাতে;
কেউবা দুধে সাঁতার কাটে
কউবা মরে ভাতে!
স্বর্গ-নরক দেখিয়ে কেউ
ফয়দা লুটে তাতে!


ধর্ম নিয়ে-ই কানামাছি-
খেলছে কতোজনে,
ঢোকাচ্ছে বিষ সুযোগ মতো
বিশ্বাসীদের মনে,
পরকালের বড় আশায়-
জীবন বাজী রণে!!


মরণ সেতো কালের নিয়ম
কার ক্ষমতা রোখে,
রোগে-শোকে কতো কিছুই
করছে কতো লোকে!
তাই বলে নয় ভিন্ন মরণ
বিবেকবিহীন ঝোকে!!