চারদিকে রাশি রাশি
হাসি থোকা থোকা!
কী কারণে মুখ ভার
করে আছো খোকা?


চেয়ে দেখো গাছে গাছে
কতো ফুল হাসে!
শিশিরের হাসি দেখো-
সবুজ ঐ ঘাসে!


জলে হাসে রাজহাঁস
ডালে ডালে পাখি
আকাশের নীলে মেঘ
হেসে মাখামাখি!


ঢেউয়ের মাথায় হাসে
সূর্যের আলো!
এতো হাসি থাকতেও
মুখ কেন কালো?


কে বকেছে? কে মেরেছে?
কেন এই হাল?
মার বকুনীতে বুঝি
ফোলা দু’টি গাল?


২৮/০৯/২০১৭, লালমনিরহাট।