দুষ্ট খোকা মধু- খাবে
ভাবছে বসে তাই,
চাক রয়েছে গাছের আগে
"ক্যামনে মধু পাই!"
গাছে ওঠার কম্মটা তার
মোটেই জানা নাই।


ভাবতে থাকে এলোমেলো
পায়না খুঁজে মিল,
আলতো করে নিজের মাথায়
নিজেই মারে কিল,
ঠিক তখনি বুদ্ধি খোলে
মারবে ছুঁড়ে ঢিল!


ঢিলের ঘা-এ চাক গড়িয়ে
পড়বে মধু নিচে
খাবে তখন ইচ্ছে মতো-
আপন দু'হাত খিঁচে
কুড়িয়ে নিলো চারটি শিলা
খুঁজে আগে পিছে।


তিনটি শিলা ফষ্কে গেলো
ডানে-বামের ফাঁকে
চতুর্থটা লাগলো গিয়ে-
যেইনারে মৌ-চাকে
মৌমাছিরা এসে খোকার
হুল ফোটালো নাকে!