বিশ্বাসেতে বিষ ঢেলে-
সাজো তুমি কেষ্ট,
বলো ‘আমি মহারাজ
জগতেরও শ্রেষ্ঠ!’


এপারেতে ওপারেতে
দু’পারেতে ঝান্ডা-
বশে পেতে কষে মারো
ত্রি-ফলার ডান্ডা!


জাতে মারো ভাতে মারো
তুমি হলে রুষ্ট,
কে বুঝেছে কবে বলো-
কার গুণে তুষ্ট?