আমার খোকা বড্ড রোখা
মুক্তি পাগল ছেলে-
স্বাধীনতা-ই আনবে কেড়ে
সকল বাধা ঠেলে;
যুদ্ধে সে বার গেলে!


একাত্তরের সাতাশে মার্চ
আঁধার কালো রাতে-
বেড়িয়ে গেলো বাড়ি থেকে
শূন্য দুটি হাতে;
কেউ ছিল না সাথে!


পাক-সেনাদের সংগে সে যে
তুমুল লড়াই করে
বিজয় নিয়ে-ই ফিরেছিলো
আমার খোকা ঘরে;
ষোলই ডিসেম্বরে!!