( প্রিয় ছড়াকার শংকর দেবনাথ-এর "কবির দ্যাশে" ছড়ায়
মন্তব্যে লেখা আমার ছড়াটি তাঁর সম্মানে আসরে প্রকাশ করলাম)


কবির দ্যাশে মুচকি হেসে
খাচ্ছি গড়াগড়ি;
পাচ্ছি বলে-ই কাচ্চি-ঘাঁনি
মাখছি সরাসরি!


হালের কবি খালের পাড়ে
পালের খেয়া আঁকে;
ভাবের নদী.. সেই অবধি
হারায় পথের বাঁকে!


চেতনা ধীর, শব্দের নীড়
যাচ্ছে ভেসে কই
খাঁটি তেলে পা’টি ভিজাই
‘কবির কবি’ হই!!
____________
   ২২.১১.২০১৮ ইং