কইতে পারি কমু না
খোঁজো গিয়া নমুনা
মানুষ করতে চাইবা তুমি
আমি মানুষ হমু না।

খুনি সরকার যতদিন
দাঁড়াই আছি ততদিন
বসার সুযোগ পাইছি এখন
তুমি কি কও বমু না?

বুকে আছে দুখের কথা
খাইছি ঘাস-লতাপাতা
সাক্ষী আছে আকাশ বাতাস
পদ্মা মেঘনা যমুনা।।