যদি-
অগ্রাহায়ণের শেষে-
আহা বসন্তটাই এসে-
গাইতো মধুর গীত!


তবে-
কঠিন পৌষ-মাঘ
হলেও তেজী বাঘ
পেরিয়ে যেত শীত!


আমি-
দুঃস্থ অসহায়-
কালের করোনায়
নড়বড়ে এই ভিত!


শুনি-
ভাইরাস চীন-দেশী
শীতে প্রকোপ বেশী
কখন যে হই চিত!