এক
কল্পরাজের গল্প বুনন-
চলছে দেদার অন্দরে
পৌছাতে যে হবেই হবে-
আলো ছাওয়া বন্দরে!


একপা দু’পা মেপে মেপে
আম-জনতার কাঁধে চেপে
ভোটের মাঠে জীবন পাঠে
তুচ্ছ ভালো-মন্দরে!


দুই
ভূখা-নাঙ্গা কোমড় ভাঙ্গা
জড়িয়ে বুকে অভিনয়;
আমি আছি কাছাকাছি
জীবনরণে কিসের ভয়?


পেলে পরেই ঐযে গদি
বইয়ে দিবো সুখের নদী
যেমন খুশী সাঁতার দিবেন
বাকি শুধু ভোটের জয়।