আমি কেবল চেয়েছিলাম-
     তোমার দৃষ্টিপাত
তুমি আমায় দেখিয়ে দিলে
    হিংস্র বিষের দাঁত!
দাঁতের ভয়ে এখন আমার-
    জেগে কাটে রাত!


রাতের শেষে আসবে আলো,
মুছে যাবে- আঁধার কালো।


তখন বটে দেখতে পাবে
    আমার দুটি হাত!
সে হাত কেমন দমন করে
  কাল-কেউটের জাত!
আমি তখন ছু-মন্তরেই
   করবো বাজীমাত্।