ঝামেলার যতো দিক
আছে সংসারে,
গুণে গুণে- সবটাই
বোঝালাম তারে!


তিনি শুনে বললেন-
‘ঠিক আছে ভাই,
আমি শুধু দু’হাজার-
টাকা ধার চাই!’


বললাম-“বেতনের
দিন দশ-বারো,
এখনোতো সামনেই
রয়ে গেছে আরো!
ছেলেটার প্রাইভেটে-
মায়নার বাকি;
এই ছোট বাসাটাও  
ভাড়া নিয়ে থাকি!
ইদানীং জীবিকার-
ব্যয়ভার যতো,
রোজগার বাড়েনি-
সে তুলনায় অতো!
টানাটানি সদা লেগে-
আছে সংসারে,
তার উপর শালাটাও
চেঁপে আছে ঘাড়ে!”


তিনি ফের বললেন-
“ঠিক আছে ভাই,
আমি শুধু দু’হাজার
টাকা ধারে চাই!”