শোন্ শোন্ ওরে বক্তিয়ার-
তোর গায়ে কী শক্তি আর!
দ্যাখ চেয়ে ঐ পিঁপড়েটার-
এত্তোটুকুন মাত্র ঘাড়;
ওর ওজনের ন'গুন বোঝা
কামড়ে ধরে চলছে সোজা
নেই তো মোটেই অহংকার!!


থাকনা যতো দেহের বল
একদিন ঠিক হবেই জল!
তাই নিয়ে নয় অহংকার,
কারোর উপর অত্যাচার।
পরের মাথায় ভাংবি বেল
ভাববি এটা দারুণ খেল্
ভুগবি শেষে  কর্মফল।।