হতচ্ছাড়া আশাগুলো-
দমিয়ে রাখা কষ্টকর
লতা-পাতায় বাড়ে শুধু-
মানে না রোদ বৃষ্টিঝড়!
সেই যে কবে সুখের বাগান-
আগুন লেগে পুড়ে ছাই
বিরান মাঠে দুঃখের সারি-
নিত্য দেখি যেদিক চাই!


তবুও আশা শরম বিহীন-
গরব দেখায় রাত্রিদিন,
বেঁচে থাকার রসদ জোগায়
এক্কেবারেই দ্বিধাহীন!
ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছি যতই
বয়ে বয়ে পাপের ভাড়
আমায় দেখেই অট্ট হাসি
হাসে সদা এ সংসার!