সবকিছু বুঝি। তবু না বোঝার-
ভান করে যাই নিত্য!
রুক্ষ মাথায় তেল তো জোটে না,
তলে তলে চাখি ঘৃত্য।


এতো এতো খাই, তবু কেনো যে
ভরে না আমার চিত্ত!
মনে মনে ভাবি, কী মজা পেতাম-
চিবুলে বাবুর পিত্ত।


তার আদেশেই ওঠা-বসা করি
তার কথাতেই নৃত্য!
কিসের গুণে উনি  মনিব  আর
কোন দোষে আমি ভৃত্য?