কষ্ট করে ফসল ফলাই
দাম পাইনা হাটে,
মধ্যসত্ত্ব ভোগী এসে-
ভাগ্য আমার কাটে।


আরো আছে খাজনা, তোলা*
গোদের উপর ফোঁড়া
কৃষক দেশের মেরুদন্ড
কিন্তু কপাল পোড়া।
____________
তোলা*- খাজনার বা কর-এর অঞ্চলিক একটি নাম। হাট-ইজারাদার যে অর্থ নেন তাকে "খাজনা" আর পরিচ্ছন্নকর্মী পন্যের যে অংশ বা অর্থ নেন তাকে "তোলা" বলেন।