"নয় মোটে চেঁচামেচি-
সেঁধে দেবো ছুড়িটা;
ঘ্যাঁচ করে টান দেবো-
নেমে যাবে ভূঁড়িটা!


বার কর কি কি আছে
টাকা, ঘড়ি, ফোনটা!
গলা থেকে চে'ন খোল
আর আছে কোনটা?


আংটি-টা নেই কেনো?
অঙ্গুলী ফাঁকা যে,
এতো কেনো কনজুস?
কিপটের কাকা যে!"


ঝেড়ে নিলো সবকিছু
যা ছিলো সংগে!
ছিনতাই-এ ধিন-তাই
চলে নানা রঙ্গে!


১৫ জুলাই, লালমনিরহাট।