একটি দেশে বর্গী এসে-
ফলাচ্ছিলো রাজ;
যখন যেমন ইচ্ছে তেমন-
করছিলো সব কাজ!


জন্ম যেথা, পায়না সেথা
আপন অধিকার;
জুলুমবাজের- স্বীয় কাজের
কষ্ট বাড়ায় ভার!


দুষ্ট-দুষণ, শাসন, ভূষণ
ভুলে সকল বোধ-
ঘাটের মরা-পাপের ঘড়া
পূর্ণ করে খোদ!


শির-বাঁচনের নির্বাচনে-
রাজের ভরাডুবি;
শেষ অবধি- ছাড়তে গদী
উঠলো তেঁতে খুবই!


তক্ত ভোগের রক্ত নেশায়-
ষোল কলায় হাত;
যায়না ভাবা- হিংস্র থাবা
বসায় নখড়, দাঁত!


নির্যাতিত- নয় সে ভীত
উল্টো রেগেই আগ;
বর্গী শালা- এবার পালা
এদেশ থেকে ভাগ!


ন’মাস লড়াই সকল বড়াই
বর্গীরাজের শেষ!
বিজয় বেশে উঠলো হেসে
লাল-সবুজের দেশ!