লাটসাহেবের লাঠি,
নাড়াচ্ছে কল-কাঠি,
লাঠির ভয়ে-
যাচ্ছি ক্ষয়ে,
করছি জীবন মাটি!


এমনি কতো কাল?
লাঠির ভয়ে ফাল!
মিলেই সবে-
রুখতে হবে,
লাঠির তালে তাল!


বুঝবে’ তখন লাট,
চলবেনা আর ঠ্যাট্,
এবার তবে-
ছাড়তে হবে
দখল-দারীর মাঠ!!