লকডাউনের লকে;
মান্না সাহেব-
রান্না শিখেন
বিবির কাছে শখে।


আরো শিখেন-
রুটি বেলা,
মশলা পেষা,
উনুন ঠেলা,
একটু হলে
শেখায় ত্রুটি
গুরু ভীষণ বকে!


কাপড় ধোয়া,
বাসন মাজা,
গরম তেলে-
পাপড় ভাজা।


নাই দুনিয়ায়-
শেখার শেষ,
মান্না সাহেব-
বোঝেন বেশ!
শিখে কী আর
এই জগতে
কেউ কখনো ঠকে?