পুকুরের পাড়
    সুনসান ধার
জোনাকির বাতি টুপটাপ;
হরিনাথ যায়
    চটিজুতা পায়
নিঝ্ঝুম সব-ই চুপচাপ!


আঁধারের রাত
    একফালি চাঁদ
মেঘে ঢাকা পরে বারবার!
একা পথ চলা
    মনে মনে বলা
হরে রাম হরে চার বার!


পিছনে কে ধায়
    যদি ভূতে পায়
শংকাতে কাঁপে থরথর!
কে কথা বলে
    পা' খানি টলে
গা ঘেমে ওঠে জ্বরজ্বর!


দ্বীপ হাত কষে
    আঙিনায় বসে
অপেক্ষায় মাতা রাতভর;
চোখে চোখ পরে
    সব যার সরে
মা-ছেলের যতো ভয়-ডর!


### ২৬ সেপ্টেম্বর ২০১৯, লালমনিরহাট ##