.   জলের দরেই মেডেলখানা
       বিকরি দিবো বাবু?
     অসুধ কিনি ঘরে যাবো
     ছেইলেটা মোর কাবু!
       কিনবি নাকি বাবু?


সোনার মেডেল! সেই যে সেবার
        হলাম সেরা দেশে-
   মন্ত্রী মশাই মেডেল দিলেন
       হামার গাঁয়ে এসে
  পিঠ চাপড়ে বলেও ছিলেন-
     “সাবাস! সাবাস হাবু!”
       কিনবি নাকি বাবু?


   মেডেল দিয়ে করবোটা কী
      পেটে তো নাই ভাত
  কাজ চাইতে গেলেই লোকে
      বলছে “ছোটা জাত!’’
  জাত কি হামার কাজে লিখা
       বল দেখি-নি বাবু?
    যা কিছু দে মূল্য উহার-
      ছেইলেটা মোর কাবু!
      কিনেক্ ক্যানে বাবু?


কবি হাকিকুর রহমানের ০৮ জানুয়ারী’২১ তারিখে প্রকাশিত “মাটির মেডেল” কবিতা পাঠের পর  অনুপ্রাণিত হয়ে লেখা। শ্রদ্ধার সাথে কবিকে নিবেদিত আমার এই সামান্য প্রয়াস।