মাঘের শীত বাঘের গায়
হাঁটছে বাঘ দুইটি পায়-
সাধ্য কার কাছে যায়-
হালুম করে গিলে খায়!


খাচ্ছে বাঘে লোটা-কম্বল!
আর্ত জনের সহায়-সম্বল!


দেখছে সবাই বলছে হায়!
বাঘ উঠেছে শেখের নায়!
কে নেবে রে এখন দায়-
মাঘের বাঘে ভোটও চায়!