আমাদের দেশ মামাদের দেশ-
মামারা খাচ্ছে লুটে,
গাছেরটা খান পেড়ে যেমন-
তলারটা খান খুঁটে।
খাওয়ায় তাদের নেইকো জুড়ি
বাড়ান কেবল মেদ আর ভুঁড়ি।
জ্ঞাতি-গোষ্ঠীর ধার- ধারে না;
আইনী বাঁধন টুটে-
খাওয়ার ঘেরাণ* পেলেই তারা
সেইদিকে যান ছুটে।


আমাদের দেশ- মামাদের দেশ
মামারা সবাই মিলে-
কামড়েও খান,  চুষেও খান
আবারও খান গিলে।
দেখেন যদি তাদের খাওয়া
থেমেই যাবে দমের হাওয়া।
আমার তো ভাই দেখেই শুধু
চমকে ওঠে পিলে-
পাবেন যতো-ই খাবেন তারা
গু ও গোবর দিলে।।


২৭ মার্চ ২০২২, লালমনিরহাট।


ঘেরাণ*=ঘ্রাণ