মামারও দেশ, আমারও দেশ
    মানেন না তা মামা-
আমি কিছু বললে, বলেন-
    "স্বরটা নীচে নামা,
      বক্তিতাটা থামা!


তুই ছিলি তোর মায়ের পেটে
     কিছুই দেখিস নাই!
  যুদ্ধে গিয়ে প্রাণ দিয়েছেন-
      আমার দুলাভাই!
     দেশটা আমার তাই!"


তাঁর দুলাভাই, আমার পিতা-
     আমার ফিতা নাই!
চুপটি থেকেই আমি ওনার
       দম্ভ দেখে যাই-
     উনি মায়ের ভাই!!