মানবতা- আসল কথা, জ্বলছে বাতি ধর্মে!
জীবন পথে- আলোর রথে, হয় বসবাস কর্মে!
স্বার্থবাদে- টানে খাঁদে; ভুল ব্যাখ্যা, যুক্তি!
পিষে দু’পায়, খোঁজে উপায়, মানবতার মুক্তি!


উচু-নিচু  সকল কিছু, সব মানুষের পয়দা!
জাতে-পাতে বিভেদটাতে কেউবা লোটে ফয়দা!
সৃষ্টি যিনি করেন তিনি, তাঁর কাছে কোন নেই ভেদ!
মানবতা’- বন্ধকতা;  তোমার আমার মনের জেদ!


১৭/০৫/২০১৫, লালমনিরহাট।