গতকাল-ই ত্রিশের ‘লবন’
লাফায় একশ’ বিশে;
পেঁয়াজ ঝাঁঝে নাকাল বাবা
শুনে-ই হারান দিশে!


আদা-রসুন, হলুদ-লংকা-
যখন যেমন বাজায় ডংকা!
মনের তটে শুধুই শংকা
ঢেউয়ের মতন মিশে!


সিন্ডিকেটে আছেন যারা,
প্রশাসনের খেয়েও তাড়া,
দূর্নীতিতে পাগলপারা;
ভরসা করি কিসে?


বাবার মতো- নিত্য দিনই
মারছো যাঁদের পিষে,
দাও গো তাঁদের সহজ মরণ
স্ব-পরিবার, বিষে!!