কেমন আছো মেঘমালতি
বৃষ্টি ভেজা দিনে?
আমি কেবল ভেসেই চলি-
অথৈ স্মৃতির ঋনে।


স্মৃতির ঋণে ভেসে ভেসে
অবাক হয়ে ভাবি-
কোথায় গেলো কানামাছি,
বৌ-ছি খেলার দাবী?


কই হারালাম প্রজাপতি,
গংগাফড়িং ধরা?
কোথায় গেলো আমায় দেখে-
তোমার অংক করা?


হারিয়ে গেছে সে দিনগুলি
সময় স্রোতের টানে,
মনটা তবু বোঝেনা যে-
খোঁজে বেড়ায় মানে!