শোন্ শোন্ ওরে বক্তিয়ার-
তোর গায়ে কী শক্তি আর!
দ্যাখ চেয়ে ঐ পিঁপড়েটার
এত্তোটুকুন মাত্র ঘাড়;
ওর ওজনের ন’গুন বোঝা
মাথায় নিয়ে চলছে সোজা
নেইতো মোটেই অহংকার!


শোন্ শোন্ ওরে আলামিন
শক্তি থাকে কতো দিন?
তা’নিয়ে নয় বড়াই করা
বন্য সেজে লড়াই করা!
একটু হলেই মানবিক-
বুঝবি অহং মিথ্যে, ধিক!!