__মধ্য-বিত্তের ঘর;
    নিত্য কতো ঝড়!
রেখেছি তবু আগলে বুকে-
   দেইনি পেতে ডর!


   যখন চেয়েছো যা-
   কখনো বলিনি না;
কষ্ট হলেও জোগার করে-
   তোমায় দিয়েছি তা!


   কতোকি বলে মন
   অতি আদরের ধন-
কোথায় পাবে কোন কিছুর
     যখন প্রয়োজন!


    একটু চিন্তা করো
    কীভাবে হলে বড়
গা-গতরে বেড়েছো বলে-
    কথায় কথা ধরো?