ভাটি গাঁয়ের মিষ্টি মেয়ে
চড়তে পারে গাছে
বৃষ্টি যেমন স্বভাব খানা
ঝমঝমাঝম নাচে।


বন বাদাড়ে ঘোরে মেয়ে
পাখির মতন ওড়ে
ফড়িং প্রজাপতির সাথে
সখ্যতা রোজ জোড়ে।


ডাহুক ছানা ধরতে গিয়ে
জলে সাঁতার কাটে
দুপুর বেলা নুপুর পায়ে
বাঁশ বাগানে হাঁটে।


শাপলা তুলে মালা গাঁথে
ভেটের ভাজে খই,
দেখলে তারে ইচ্ছে করে
মনের কথা কই।।


আসরিক কবি আর ইসলামের ২২/১০/২০২২ ইং তারিখে প্রকাশিত "ভাটি গাঁয়ের মেয়ে" কবিতায় মন্তব্যের ঘরে লেখা। কবির প্রতি যথাযথ সম্মান রেখে আজ আমার প্রিয় পাঠকদের উদ্দেশ্যে আসরে প্রকাশ করলাম।