আমার কথা বলবো কারে-
শোনার কেহ নাই
মনের কথা মনের ভেতর
করছি জমা তাই!!


আমার কথা শুনবা নাকি
ওরে বনের পাখি-
পাখি বলে-‘‘ধুত্তুরি ছাই
সময় আছে নাকি?’’


নদীরে কই-“শুনবা নদী
আমার মনের কথা?”
“আমারও কি আছেরে ভাই
থামার স্বাধীনতা!”


গাছরে জিগাই-আমার কথা
শুনবা তুমি গাছ
গাছ বলে- “ফুল ফোটাবো
আমার অনেক কাজ!


ঠিক তখনই উড়ে এলো
একটি ফড়িং ছানা-
“আমায় খুলে বলতে পারো
মনের কথাখানা!”